মোলার আপেক্ষিক তাপ-Molar relative heat
মোলার আপেক্ষিক তাপ
সংজ্ঞাঃ কোন পদার্থের এক মোলের তাপমাত্রা 1 K (কেলভিন) বাড়াতে
যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। একে তাপীয় ক্ষমতাও
বলা হয়।
ধরাযাক, m ভর বিশিষ্ট কোন পদার্থের
তাপমাত্রা dT পরিমান বৃদ্ধি করতে dQ পরিমান তাপের প্রয়োজন হয়। তাহলে এর মোলার আপেক্ষিক
তাপ,
`C=\frac{dQ}{m dT}`
এই মোলার আপেক্ষিক তাপ দুটি
শর্তে নির্ণয় করা যায়। ১.স্থির চাপে এবং ২. স্থির আয়তনে।
১.স্থির চাপে মোলার আপেক্ষিক
তাপ(`C_{p}`): স্থির চাপে কোন পদার্থের এক মোলের তাপমাত্রা
1 K (কেলভিন) বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ
বলে। একে `C_{p}` দ্বারা প্রকাশ করা
হয়। অতএব, ১মোল গ্যাসের জন্য,
`C_p =\frac{dQ}{dT}` ------------
(1)
২.স্থির আয়তনে মোলার আপেক্ষিক
তাপ(`C_{v}`): স্থির আয়তনে কোন পদার্থের এক মোলের তাপমাত্রা
1 K (কেলভিন) বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ
বলে। একে `C_{v}` দ্বারা প্রকাশ করা
হয়।
অতএব, ১মোল গ্যাসের জন্য,
`C_v =\frac{dQ}{dT}` ------------
(2)
`C_p` ও
`C_v` এর মধ্যে সম্পর্ক: স্থির
আয়তনে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই,
`dQ=dU`
---------- (4)
আবার, (2) নং হতে পাই,
`C_v
=\frac{dQ}{dT}`
`Rightarrow
dQ= C_v dT` ----------- (5)
তাহলে (4) ও (5) হতে আমরা লিখতে
পারি,
`dU=
C_v dT` ------------(6)
আবার, (1) নং হতে পাই,
`C_p =\frac{dQ}{dT}`
`Rightarrow
dQ=C_p dT` ---------- (7)
আমরা জানি, আদর্শ গ্যাস সমীকরণ,
`PV=nRT`
১মোল গ্যাসের জন্য `n=1` ,
তখন আদর্শ গ্যাস সমীকরণ হতে পাই,
`PV=RT`
-----------(8)
(8) নং কে T এর সাপেক্ষে অন্তরীকরণ
করে পাই,
`\frac{d}{dT}
(PV) = \frac{d}{dT} (RT)`
`\Rightarrow
P \frac{dV}{dT} = R`
`Rightarrow
PdV=RdT` ------------- (9)
তাপগতিবিদ্যার ১ম সুত্র হতে জানি,
`dQ=dU+PdV`
`Rightarrow
C_p dT = C_v dT + RdT`
`Rightarrow
C_p=C_v +R`
`Rightarrow
C_p -C_v = R` --------------(10)
ইহাই,`C_p ` ও `C_v` এর মধ্যে
সম্পর্কে।
অর্থাৎ, মোলার আপেক্ষিক তাপদ্বয়ের
বিয়োগফল একটি ধ্রুবক। যেহেতু এই বিয়োগফলের মান ধনাত্মক, সুতরাং `C_p ` > `C_v `
।
এই মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত বা ভাগফলকে `\gamma` (গামা) দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ,
`\gamma = \frac{C_p}{C_v}` -----------(11)
`\gamma` এর গুরুত্বঃ `\gamma` এর মানের সাহায্যে আমরা কোন গ্যাসের আনবিক গঠন সম্পর্কে জানতে পারি। যেমনঃ
`\gamma = 1.67` হলে গ্যাসটি এক পরমাণুক।যেমনঃ`He, Ne` সহ সকল নিষ্ক্রিয় গ্যাস।
`\gamma = 1.4` হলে গ্যাসটি দ্বিপরমাণুক পরমাণুক।যেমনঃ `O , Cl` ইত্যাদি।
`\gamma = 1.33` হলে গ্যাসটি অরৈখিক বহু পারমাণবিক গ্যাস। যেমনঃ `CO_2 , O_3 ` ইত্যাদি।
`\gamma = 1.1 - 1.3` এর মধ্যে হলে গ্যাসটি বহু পরমাণুক। যেমনঃ `CH_4` , `C_2 H_6` ইত্যাদি।
এখন আমরা এই `\gamma` এর মান ব্যাবহার করে রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা, চাপ অ আয়তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করবো।
১.চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কঃ তাপগতিবিদ্যার ১ম সূত্র হতে পাই,
`dQ= dU + dW`
`\Rightarrow dQ=dU+PdV`
`\Rightarrow dQ=C_v dT+PdV`
রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় `dQ=0` সুতরাং আমরা লিখতে পারি,
`0=C_v dT +PdV`
`\Rightarrow C_v dT +PdV=0` ----------------- (12)
আমরা জানি রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তন উভয়ই পরিবর্তনশীল।এক্ষেত্রে ১মোল গ্যাসের জন্য মোলার গ্যাস সমীকরণ `PV=RT` কে T এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই,
` C_v (\frac{PdV+VdP}{R})+PdV=0`
`\Rightarrow C_v PdV +C_v VdP +RPdV=0`
`\Rightarrow C_v PdV + C_v VdP + (C_p - C_v)PdV =0`
`\Rightarrow C_v PdV + C_v VdP + C_p PdV - C_v PdV=0`
`\Rightarrow C_v VdP + C_p PdV =0`
`\Rightarrow \frac {C_v VdP}{C_v} + \frac {C_p PdV}{C_v}=0` (উভয় পক্ষকে `C_v` দ্বারা ভাগ করে)
`\Rightarrow VdP+ \frac{C_p}{C_v} PdV=0`
`\Rightarrow VdP+ \gamma PdV=0`
`\Rightarrow \frac{V}{PV} dP + \gamma \frac{P}{PV} dV=0` (`PV` দ্বারা ভাগ করে)
`\Rightarrow \frac{1}{P} dP + \gamma \frac{1}{V} dV=0` --------- (14)
(14) নং সমীকরণ কে সমাকলন করে পাই,
`\int \frac{1}{P} dP + \gamma \int \frac{1}{V} dV`= K (এখানে K ধ্রুবক)
`\Rightarrow log_e P + \gamma log_e V=` K
`\Rightarrow log_e P + log_e V^\gamma =` K
`PV^\gamma = K` -----------(15)
এটাই রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক।
সমীকরণ (15) হতে আমরা লিখতে পারি, `P_1 V_1 ^\gamma = P_2 V_2 ^\gamma`
২.তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্কঃ আদর্শ গ্যাস সমীকরণ হতে পাই,
Post a Comment