তাপগতিবিদ্যা সম্পর্কীত গানিতিক সমস্যা- Mathematical problems related Thermodynamics.
তাপগতিবিদ্যা সম্পর্কীত গানিতিক সমস্যা- Mathematical problems related Thermodynamics.
১.রূদ্ধতাপ প্রক্রিয়ায় T1P1-γγ1=T2P1-γγ2সমস্যা ১.১ঃ ঘর্ষণহীন পিষ্টন যুক্ত এবং তাপ অপরিবাহী পদার্থ দ্বারা তৈরী একটি সিলিন্ডারে 2×105Pa চাপে এবং 600K তাপমাত্রায় 1mol হিলিয়াম গ্যাস আছে। গ্যাসের চাপ অর্ধেক করা হলে চূরান্ত তাপমাত্রা কত? (যখন γ=1.67 এবং R=8.31Jmol-1K-1 )
সমাধানঃ
এখানে, প্রাথমিক চাপ P1=2×105Pa
প্রাথমিক তাপমাত্রা T1=600K
চূরান্ত চাপ P2=P12 = 2×1052=1×105Pa
γ=1.67
চূড়ান্ত তাপমাত্রা T2=?
আমরা জানি,
T1P1-γγ1=T2P1-γγ2
⇒T2=T1×P1-γγ1P1-γγ2
⇒ T2=T1×(P1P2)1-γγ
⇒T2=600×(2×1051×105)1-1.671.67
⇒T2=454.34K Ans.
সমস্যা-১.২ঃ একটি সিলিন্ডারে 270C তাপমাত্রায় , 1 বায়ূমন্ডলীয় চাপে CO2 গ্যাস রাখা আছে। গ্যাসের চাপ দ্বিগুন করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত ? (γ=1.33)
সমাধানঃ
এখানে, প্রাথমিক চাপ P1=1atm
প্রাথমিক তাপমাত্রা T1=27oC=(27+273)K=300K
চূরান্ত চাপ P2=(1×2)atm=2atm
γ=1.33
চূড়ান্ত তাপমাত্রা T2=?
আমরা জানি,
T1P1-γγ1=T2P1-γγ2
⇒T2=T1×P1-γγ1P1-γγ2
⇒ T2=T1×(P1P2)1-γγ
⇒T2=300×(12)1-1.331.33
⇒T2=356.3K = (356.3-273)oC=83.3oC Ans.
২.রূদ্ধতাপ প্রক্রিয়ায় T1Vγ-11=T2Vγ-12
সমাধানঃ
এখানে, প্রাথমিক চাপ P1=1atm
প্রাথমিক তাপমাত্রা T1=27oC=(27+273)K=300K
চূরান্ত চাপ P2=(1×2)atm=2atm
γ=1.33
চূড়ান্ত তাপমাত্রা T2=?
আমরা জানি,
T1P1-γγ1=T2P1-γγ2
⇒T2=T1×P1-γγ1P1-γγ2
⇒ T2=T1×(P1P2)1-γγ
⇒T2=300×(12)1-1.331.33
⇒T2=356.3K = (356.3-273)oC=83.3oC Ans.
২.রূদ্ধতাপ প্রক্রিয়ায় T1Vγ-11=T2Vγ-12
সমস্যা ২.১ঃ একজন শিক্ষার্থী একটি আদর্শ গ্যাস কে 27oC তাপমাত্রায় এবং 300cm পারদ চাপে রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন অর্ধেক করলো। গ্যাস টি দ্বিপরমাণুক হলে এর চূড়ান্ত তাপমাত্রা কত?
সমাধানঃ এখানে,
প্রাথমিক তাপমাত্রা T1=27oC=(27+273)K=300K
প্রাথমিক আয়তন V1=V
চূড়ান্ত আয়তন V2=V2
দ্বিপরমাণুক গ্যাসের জন্য γ=1.4
চূড়ান্ত তাপমাত্রা T2=?
আমরা জানি,
T1Vγ-11=T2Vγ-12
⇒T2=T1×Vγ-11Vγ-12
⇒T2=T1×(VV2)γ-1
⇒T2=300×21.4-1
⇒T2=395.85K
⇒T2=(395.85-273)oC=122.85oC Ans.
৩. তাপীয় ইঞ্জিনের ক্ষমতাঃ
i) η=(1-T2T1100% [ T1= তাপউৎসের তাপমাত্রা, T2= তাপগ্রাহকের তাপমাত্রা]
ii) η=(1-Q2Q1 [ Q1= শোষিত তাপ, Q2= বর্জিত তাপ ]
সমস্যা ৩.১ঃ একটি তাপীয় ইঞ্জিন 227oC ও 0oC তাপমাত্রায় কাজ সম্পাদন করতে পারে। এর দক্ষতা নির্ণয় করো।
সমাধানঃ
সমস্যা ৩.১ঃ একটি তাপীয় ইঞ্জিন 227oC ও 0oC তাপমাত্রায় কাজ সম্পাদন করতে পারে। এর দক্ষতা নির্ণয় করো।
সমাধানঃ
এখানে,
তাপ উৎসের তাপমাত্রা T1=227oC=(227+273)K=500K
তাপ গ্রাহকের তাপমাত্রা , `T_2 = 0^o C = 273K
ইঞ্জিনের দক্ষতা, η=?
আমরা জানি,
η=1- T2T1×100%
η=1-500273×100%
η=45.4% Ans.
সমস্যা ৩.২ঃ কোন তাপীয় ইঞ্জিনের গৃহীত ও বর্জিত তাপের অনুপাত 5:2 । উৎসের তাপমাত্রা 110K বাড়ালে দক্ষতা 70% বৃদ্ধি পায়। উৎসের তাপমাত্রা ও গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো।
সমাধানঃ
এখানে,
গৃহীত তাপ = Q1
বর্জিত তাপ =Q2
সুতরাং , Q1Q2=52
উৎসের তাপমাত্রা T1=?
গ্রাহকের তাপমাত্রা T2=?
আমরা জানি,
T1T2=Q1Q2
⇒T1T2=52
⇒T1=52×T2
⇒T1=2.5 T2 ---------(i)
উৎসের তাপমাত্রা110K বৃদ্ধি করলে অর্থাৎ, T1+110 হলে দক্ষতা η=70%=70100=0.7 হয়।
অতএব,
η=1- T2T1+110
⇒0.7=1-T2T1+110
⇒T2T1+110=1-0.7
⇒T2T1+110=0.3
⇒T2=0.3×(T1+110)
⇒T2=0.3×(2.5T2+110)
⇒T2=0.75T2+33
⇒T2-0.75T2=33
⇒0.25T2=30
⇒T2=330.25
⇒T2=132K
এখন,
T2=132K (i) নং এ বসিয়ে পাই,
T1=2.5×T2
⇒T1=2.5×132
⇒T1=330K
সুতরাং, উৎসের তাপমাত্রা T1=330K
গ্রাহকের তাপমাত্রা T2=132K Ans.
Post a Comment