গতিবিদ্যায় গাণিতিক সমস্যা-Mathematical problems in dynamics
গতিবিদ্যায় গাণিতিক সমস্যা-Mathematical problems in dynamics
ক. 4s পর বলটির বেগ নির্ণয় কর।
খ. ফিল্ডার টি ক্যাচ ধরতে পারবে কি?
সমাধান(ক)
এখানে,
আদিবেগ Vo=30ms-1
সময় t=4s
নিক্ষেপ কোণ θ=45o
অভিকর্ষজ ত্বরন g=9.8ms-2
লব্ধি বেগ V=?
আমরা জানি,
লব্ধি বেগ V=√V2x+V2y
=√(Vocosθo)2+(Vosinθo-gt)2
=√(30×cos45o)2+(30×sin45o-9.8×2)2
=√(30×1√2)2+(30×1√2-9.8×4)2
=√(15√2)2+(-17.987)2
=27.813ms-1 Ans.
[নিক্ষেপ কোণ 45o হলেই কেবল মাত্র নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারে। যেহেতু উদ্দিপকে ব লা আছে যে বস্তুটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করেছে অতএব নিক্ষেপ কোণ অবশ্যই 45o]
সমাধান(খ) উদ্দীপ্পক অনুসারে, বলটি যত টুকু সময় শুন্যে ভাসমান থাকে ততটুকু সময়ের মধ্যে যদি ফিল্ডার টি 30 m দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে বলটি ধরতে পারবে। অর্থাৎ, এক্ষেত্রে আমরা বলের বিচরনকাল T এবং ফিল্ডারের জন্য সময় t এর মান নির্ণয় করবো।
এখানে,
আদিবেগ vo=30ms-1
নিক্ষেপ কোণ θ=45o
অভিকর্ষজ ত্বরন g=9.8ms-2
বিচরণকাল T=?
আমরা জানি,
T=2Vosinθg
=2 ×30×sin45o9.8
=4.33s
আবার, ফিল্ডারের ক্ষেত্রে,
সরন s=40m
বেগ v=10ms-1
সময় t=?
আমরা জানি,
s=vt
⇒t=sv
⇒t=4010
t=4s
যেহেতু T>t অর্থাৎ, ফিল্ডারের দৌড়ে আসার সময় বলের বিচরনকাল অপেক্ষা কম তাই ফিল্ডার ক্যাচ ধরতে পারবে।
২. নিচের চিত্রানুসারে একটি বস্তুকে Vo=30ms-1 বেগে এবং θo=40o কোণে নিক্ষেপ করা হলো। বস্তুটির সর্বোচ্চ উচ্চতা HP ।
ক. নিক্ষিপ্ত বস্তুটি কত বেগে ভুমি স্পর্শ করবে? / ভূমি স্পর্শ করার মুহুর্তে বস্তুটির বেগ কত হবে ? / বস্তুটির চূড়ান্ত বেগ নির্ণয় কর।
খ. প্রমাণ করো যে, OP>PH ।
গ. নিক্ষেপণ কোণ কত হলে বস্তুটি 3.062sec পর ভূমি স্পর্শ করবে?
সমাধান(ক):
এখানে,
আদিবেগ vo=30ms-1
নিক্ষেপণ কোণ, θo=40o
অভিকর্ষজ ত্বরণ, g=9.8ms-2
বিচরণকাল,T=?
চূড়ান্ত বেগ, v=?
আমরা জানি,
বিচরণকাল, T=2vosinθog
⇒T=2×30×sin40o9.8
⇒T=3.9354sec
এখন,
চূড়ান্ত বেগ,v=√v2x+v2y
⇒v=√(vocosθo)2+(vosinθo-gT)2
⇒v=√(30×cos40o)2+(30×sin40o-9.8×3.9354)2
⇒v=30ms-1 Ans.
সমাধান(খ):
এখানে,
আদিবেগ vo=30ms-1
নিক্ষেপণ কোণ, θo=40o
অভিকর্ষজ ত্বরণ, g=9.8ms-2
সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় =t
সর্বোচ্চ উচ্চতা PH=?
সর্বোচ্চ উচ্চতায় উঠতে x অক্ষ বরাবর সরণ OP=?
আমরা জানি,
সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, t=vosinθog
⇒t=30×sin40o9.8
⇒t=1.9677sec
এখন, t সময়ে x অক্ষ বরাবর সরণ, OP=vx×t
⇒OP=vocosθo×t
⇒OP=30×cos40o×1.9677
⇒OP=18.9724
এবং,
সর্বোচ্চ উচ্চতা, PH=v2osin2θo2g
⇒PH=302×sin240o2×9.8
⇒PH=18.9724
সুতরাং, OP>PH
সমাধান(গ):
এখানে,
আদিবেগ vo=30ms-1
বিচরণকাল,T=3.062sec
অভিকর্ষজ ত্বরণ, g=9.8ms-2
নিক্ষেপণ কোণ, θo=?
আমরা জানি,
T=2vosinθog
⇒2vosinθo=Tg
⇒sinθo=Tg2vo
⇒θo=sin-1Tg2vo
⇒θo=sin-1(3.062×9.82×30)
⇒θo=30o Ans.
Post a Comment