এনট্রপি ও সুপ্ততাপ - Entropy and Latent Heat
এনট্রপি ও সুপ্ততাপ - Entropy and Latent Heat
রূদ্ধতাপ প্রক্রিয়ায় সিস্টেমের যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। একে তাপীয় জড়তাও বলা হয়।কোন বস্তু তাপ গ্রহন করবে নাকি বর্জন করবে তা নির্ভর করে এর এনট্রপির উপর। অর্থাৎ,
কোন সিস্টেমের গৃহীত বা বর্জিত তাপ ও ঐ সিস্টেমের তাপমাত্রার অনুপাতকে এনট্রপি বলে।
মনে করি কোন সিস্টেম T তাপমাত্রায় dQ পরিমান তাপ শোষন বা বর্জন করে।
তাহলে এর এনট্রপি dS=dQT ---------------- (1)
আবার ধরা যাক, কোন সিস্টেমের তাপমাত্রা T1 থেকে T2 তে আসতে dQ পরিমান তাপ শোষন বা বর্জন করে ফলে ঐ সি T1 থেকে T2 সীমার মধ্যে সমাকলন করে পাই,
∫S2S1dS=∫T2T1dQT ----------- (2)
আমরা জানি, কোন বস্তুর তাপমাত্রা 1K বাড়াতে প্রয়োজনীয় তাপ কে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে, একে s দ্বারা প্রকাশ করা হয়। এখন, m ভর বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা dT পরিমান বৃদ্ধি করতে dQ পরিমান তাপ প্রয়োজন হলে,
s=dQmdT
⇒dQ=msdT --------------(3)
(3) নং হতে dQ এর মান (2) নং এ বসাই,
∫S2S1dS=∫T2T1msdTT
⇒∫S2S1dS=ms∫T2T1dTT
⇒[S]S2S1=ms[lnT]T2T1
⇒[S1-S2]=ms[lnT2-lnT1]
⇒ΔS=mslnT2T1 ---------------- (4)
(4) নং সমীকরণ কে নিম্নরূপে লিখা যায়,
dS=mslnT2T1 ---------------- (5)
এবং, (3) নং সমীকরন কে নিম্নরূপে লিখা যায়,
Q=msΔθ ------------(6)
এখানে, dq=Q= গৃহীত বা বর্জিত তাপ এবং Δθ= তাপমাত্রার পরিবর্তন।
আবার, বস্তুর তাপমাত্রা স্থির রেখে অবস্থার পরিবর্তন ঘটাতে অর্থাৎ, কঠিন থেকে তরল বা তরল থেকে বাষ্পে রূপান্তর করতে যে তাপের প্রয়োজন হয় তাকে সুপ্ত তাপ(Latent Heat) বলে। একে L দ্বারা প্রকাশ করা হয়।
সুতরাং L=dQm ----------(6)
এখানে dQ= তাপমাত্রার পরিবর্তন এবং m= বস্তুর ভর।
এখন,
1Kg বরফ কে তরলে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপকে বরফ গলনের সুপ্ত তাপ(Latent Heat of Fusion) বলে।একে Lf দ্বারা প্রকাশ করা হয়।
সুতরাং, Lf=dQm ----------(7)
⇒dQ=mLf -------(8)
এই মান (1) নং এ বসিয়ে পাই,
বরফ গলনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, dS=mLfT -------- (9)
আবার, 1Kg পানিকে তরল থেকে বাষ্পে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপ কে বাষ্পীভবনের আপেক্ষিক তাপ বলে।একে Lv দ্বারা প্রকাশ করা হয়।
সুতরাং, Lv=dQm ----------(10)
⇒dQ=mLv -------(11)
এই মান (1) নং এ বসিয়ে পাই,
বাষ্পীভবনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, dS=mLvT -------- (12)
(2) ,(4),(5),(9)ও (12) নং সমীকরণ বস্তুর এনট্রপি নির্ণয় করতে ব্যবহার করা হয়।
গানিতিক উদাহরণঃ
১. স্বাভাবিক চাপে ও 30oC তাপমাত্রায় 0.05Kg পানি কে তাপ দিয়ে 2×10-3m3 আয়তনের বাষ্পে পরিণত করা হলো। পানির আপেক্ষিক তাপ s=4200JKg-1K-1 এবং আপেক্ষিক সুপ্ত তাপ Lv=2.26×106JKg-1 হলে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো।
সমাধানঃ এখানে এনট্রপির পরিবর্তন দুটি ধাপে ঘটেঃ
১. পানির তাপমাত্রা 30oC থেকে 100oC এ আনতে এনট্রপির পরিবরতন dS1
২.100oC তাপমাত্রার পানিকে 100oC তাপমাত্রার বাষ্পে পরিনত করতে এনট্রপির পরিবর্তন dS2
এখানে,
পানির ভর m=0.05Kg
প্রাথমিক তাপমাত্রা T1=30oC=(30+273)K=303K
চূড়ান্ত তাপমাত্রা T2=100oC=(100+273)K=373K
পানির আপেক্ষিক তাপ s=4200JKg-1K-1
বাষ্পিভবনের আপেক্ষিক সুপ্ত তাপ Lv=2.26× 106JKg-1
এখন পানির তাপমাত্রা 303K থেকে 373K তে উন্নীত করতে এনট্রপির পরিবর্তন,
dS1=msln(T2T1)
⇒dS1=0.05×4200×ln(373303)
⇒dS1=43.65JK-1
এবং, 100oC তাপমাত্রার পানিকে 100oC তাপমাত্রার বাষ্পে রূপান্তরিত করতে এনট্রপির পরিবর্তন,
dS2=mLvT2
⇒dS2=0.05×2.26×106373
⇒dS2=302.95JK-1
সুতরাং, এনট্রপির মোট পরিবর্তন dS=dS1+dS2
⇒dS=(43.65+302.95)=346.6JK-1 Ans.
২.A প্রক্রিয়ায় 0oC তাপমাত্রার 2Kg পানিকে বাষ্পে পরিনত করা হলো। অপরদিকে, B প্রক্রিয়ায় 10oC তাপমাত্রার 5Kg পানিকে 100oC তাপমাত্রার পানিতে পরিনত করা হলো। A ও B প্রক্রিয়ার এনট্রপির তুলনা করো। যেখানে, পানির আপেক্ষিক তাপ s=4200JKg-1K-1 এবং পানির বাষ্পিভবনের সুপ্ত তাপ Lv=2.26×106JK-1 ।
সমাধানঃ
A প্রক্রিয়ায়,
পানির ভর, mA=2Kg
প্রাথমিক তাপমাত্রা T1=0oC=273K
চূড়ান্ত তাপমাত্রা T2=100oC=373K
পানির আপেক্ষিক তাপ s=4200JKg-1K-1
পানির বাষ্পিভবনের সুপ্ত তাপ Lv=2.26×106JK-1
এখন, পানির তাপমাত্রা 273K থেকে 373K এ উন্নীত করতে এনট্রপির পরিবর্তন,
dS1=mAsln(T2T1)
⇒dS1=2×4200×ln(373273)
⇒dS1=2621.7JK-1
এবং, 100oC তাপমাত্রার পানিকে 100oC তাপমাত্রার বাষ্পে পরিনত করতে এনট্রপির পরিবর্তন,
dS2=mALvT
⇒dS2=2×2.26×106373
⇒dS2=12117.96JK-1
সুতরাং, A প্রক্রিয়ায় এনট্রপির মোট পরিবর্তন
dSA=dS1+dS2
⇒dSA=(2621.7+12117.96)JK-1
⇒dSA=14739.7JK-1
আবার, B প্রক্রিয়ায়,
পানির ভর, mB=5Kg
পানির প্রাথমিক তাপমাত্রা, T1=10oC=283K
পানির চূড়ান্ত তাপমাত্রা, T2=100oC=373K
পানির আপেক্ষিক তাপ s=4200JKg-1K-1
সুতরাং, B প্রক্রিয়ায় 5Kg পানির তাপমাত্রা 283K থেকে 373K তে উন্নীত করতে এনট্রপির পরিবর্তন,
dSB=mBsln(T2T1)
⇒dSB=5×4200×ln(373283)
⇒dSB=5798.8JK-1
অতএব, dSA>dSB । Ans.
৩. 30oC তাপমাত্রার 4Kg পানিতে 84KJ তাপশক্তি সরবরাহ করা হলে এর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে? চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।
সমাধানঃ
এখানে,
পানির ভর, m=4Kg
তাপশক্তি, Q=84KJ=84×103J
পানির আপেক্ষিক তাপ, s=4200JKg-1K-1
তাপমাত্রার পরিবর্তন, Δθ=?
আমরা জানি,
Q=msΔθ
Δθ=Qms
Δθ=84×1034×4200
Δθ=5K
অতএব, তাপমাত্রা বৃদ্ধিপাবে= 5K=5oC
সুতরাং, চূড়ান্ত তাপমাত্রা =(30+5)oC=35oC
Post a Comment