Loading [MathJax]/jax/output/CommonHTML/fonts/TeX/fontdata.js

Ad beside title

অর্ধবিক্রিয়ার সাহায্যে জারণ-বিজারণ বিক্রিয়া সমতা করণ-Solving redox reactions with the half-reaction method

অর্ধবিক্রিয়ার সাহায্যে জারণ-বিজারণ বিক্রিয়া সমতা করণ-Solving redox reactions with the half-reaction method

জারণঃ যে বিক্রিয়ায় কোন মৌল বা মূলক হতে ইলেক্ট্রনের অপসারণ ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে।যে মৌল বা মূলক থেকে ইলেক্ট্রনের অপসারণ ঘটে অর্থাৎ যার জারণ ঘটে তাকে বিজারক বলে।

বিজারণঃ যে বিক্রিয়ায় কোন মৌল বা মূলক ইলেক্ট্রন গ্রহন করে তাকে বিজারণ বিক্রিয়া বলে এবং ঐ মৌল বা মূলক কে জারক বলে।

দেখা যাচ্ছে, একটি বিক্রিয়ায় যখন কোন মৌল বা মূলক ইলেক্ট্রন দান করে জারিত হয়ে তখন উপর একটি মৌল বা মূলক ইলেক্ট্রন গ্রহন করে বিজারিত হয়। অর্থাৎ জারন ও বিজারন বিক্রিয়া এক সাথে ঘটে এবং এটি একটি যুগপৎ ঘটনা। এই বিক্রিয়া কে একত্রে জারন-বিজারন বিক্রিয়া বলা হয়।
Solving redox reactions with the half-reaction method
All rights reserved by knowledgepediabd.blogspot.com


অতএব একটি জারণ-বিজারণ বিক্রিয়ার দুটি অংশ- জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। একটি পূর্ণ বিক্রিয়া কে জারণ অর্ধ বিক্রিয়া ও বিজারণ অর্ধ বিক্রিয়া এই দুটি অংশে পৃথক করে ইলেক্ট্রনের বিনিময় হিসেব করল খুব সহজেই বিক্রিয়া টি সমতা করা যায়। নিচে অর্ধ বিক্রিয়ার সাহায্যে কয়েকটি গুরুত্বপূর্ন জারণ-বিজারণ বিক্রিয়া সমতা করা হলোঃ

1.K2Cr2O7+H2SO4+H2SCr2(SO4)3+K2SO4+H2O+S

জারণ অর্ধ বিক্রিয়াঃ H2S2H+S2-
                                     S2-S+2e- ----------------(1)

বিজারণ অর্ধ বিক্রিয়াঃ Cr2O2-7+6e-+14H+2Cr3++7H2O --------(2)

ইলেক্ট্রন সমতা করার জন্য (1) কে 3 দ্বারা গুন করে এর সাথে (2)  নং যোগ করি,
                                                 3S2-3S+6e-
                                           Cr2O2-7+6e-+14H+  2Cr3++7H2O             
                                _______________________________________________________________
                                 3S2-+Cr2O2-7+14H+3S+2cr3++7H2O                                       

প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই,
                    K2Cr2O7+4H2SO4+3H2S Cr2(SO4)3+3S+K2SO4+7H2O

ইহাই নির্ণেয় সমতাকৃত সমীকরণ।


2.FeSO4+KMnO4+H2SO4Fe2(SO4)3+K2SO2+MnSO4+H2O

জারণ অর্ধ বিক্রিয়াঃ Fe2+Fe3++e----------------------(1)

বিজারণ অর্ধ বিক্রিয়াঃ MnO-+48H+5e-Mn2++4H2O -----------------(2)

ইলেক্ট্রন সমতা করার জন্য (1) কে 5 দ্বারা গুন করে এর সাথে (2)  নং যোগ করি,

                                            5Fe2+5Fe3++5e-
                       MnO-+48H++5e-Mn2++4H2O
               _______________________________________________________________
                5Fe2++MnO-+48H+5Fe3++Mn2++4H2O --------------`(3)

(3) নং কে 2 দ্বারা গুন করে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই,
                    
             10FeSO4+2KMnO4+8H2SO45Fe2(SO4)3+2MnSO4+K2SO4+8H2O

ইহাই নির্ণেয় সমতাকৃত বিক্রিয়া।






No comments

If you have any questions, feel free to ask here. I will try to answer your questions.