অর্ধবিক্রিয়ার সাহায্যে জারণ-বিজারণ বিক্রিয়া সমতা করণ-Solving redox reactions with the half-reaction method
অর্ধবিক্রিয়ার সাহায্যে জারণ-বিজারণ বিক্রিয়া সমতা করণ-Solving redox reactions with the half-reaction method
জারণঃ যে বিক্রিয়ায় কোন মৌল বা মূলক হতে ইলেক্ট্রনের অপসারণ ঘটে তাকে জারণ বিক্রিয়া বলে।যে মৌল বা মূলক থেকে ইলেক্ট্রনের অপসারণ ঘটে অর্থাৎ যার জারণ ঘটে তাকে বিজারক বলে।
বিজারণঃ যে বিক্রিয়ায় কোন মৌল বা মূলক ইলেক্ট্রন গ্রহন করে তাকে বিজারণ বিক্রিয়া বলে এবং ঐ মৌল বা মূলক কে জারক বলে।
দেখা যাচ্ছে, একটি বিক্রিয়ায় যখন কোন মৌল বা মূলক ইলেক্ট্রন দান করে জারিত হয়ে তখন উপর একটি মৌল বা মূলক ইলেক্ট্রন গ্রহন করে বিজারিত হয়। অর্থাৎ জারন ও বিজারন বিক্রিয়া এক সাথে ঘটে এবং এটি একটি যুগপৎ ঘটনা। এই বিক্রিয়া কে একত্রে জারন-বিজারন বিক্রিয়া বলা হয়।
অতএব একটি জারণ-বিজারণ বিক্রিয়ার দুটি অংশ- জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। একটি পূর্ণ বিক্রিয়া কে জারণ অর্ধ বিক্রিয়া ও বিজারণ অর্ধ বিক্রিয়া এই দুটি অংশে পৃথক করে ইলেক্ট্রনের বিনিময় হিসেব করল খুব সহজেই বিক্রিয়া টি সমতা করা যায়। নিচে অর্ধ বিক্রিয়ার সাহায্যে কয়েকটি গুরুত্বপূর্ন জারণ-বিজারণ বিক্রিয়া সমতা করা হলোঃ
1.K2Cr2O7+H2SO4+H2S→Cr2(SO4)3+K2SO4+H2O+S
জারণ অর্ধ বিক্রিয়াঃ H2S→2H+S2-
S2-→S+2e- ----------------(1)
বিজারণ অর্ধ বিক্রিয়াঃ Cr2O2-7+6e-+14H+→2Cr3++7H2O --------(2)
ইলেক্ট্রন সমতা করার জন্য (1) কে 3 দ্বারা গুন করে এর সাথে (2) নং যোগ করি,
3S2-→3S+6e-
Cr2O2-7+6e-+14H+ → 2Cr3++7H2O
_______________________________________________________________
3S2-+Cr2O2-7+14H+→3S+2cr3++7H2O
প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই,
K2Cr2O7+4H2SO4+3H2S→ Cr2(SO4)3+3S+K2SO4+7H2O
ইহাই নির্ণেয় সমতাকৃত সমীকরণ।
2.FeSO4+KMnO4+H2SO4→Fe2(SO4)3+K2SO2+MnSO4+H2O
জারণ অর্ধ বিক্রিয়াঃ Fe2+→Fe3++e----------------------(1)
বিজারণ অর্ধ বিক্রিয়াঃ MnO-+48H+5e-→Mn2++4H2O -----------------(2)
ইলেক্ট্রন সমতা করার জন্য (1) কে 5 দ্বারা গুন করে এর সাথে (2) নং যোগ করি,
5Fe2+→5Fe3++5e-
MnO-+48H++5e-→Mn2++4H2O
_______________________________________________________________
5Fe2++MnO-+48H+→5Fe3++Mn2++4H2O --------------`(3)
(3) নং কে 2 দ্বারা গুন করে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই,
10FeSO4+2KMnO4+8H2SO4→5Fe2(SO4)3+2MnSO4+K2SO4+8H2O
ইহাই নির্ণেয় সমতাকৃত বিক্রিয়া।
Post a Comment